শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে অবৈধভাবে গড়ে ওঠা ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের ইটভাটা উচ্চ আদালতের নির্দেশে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের নেতৃত্বে গতকাল ভ্রাম্যমাণ আদালত ভাটার আংশিক ভেঙে বাকি স্থাপনা ১৫ দিনে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় অবৈধ ইটভাটাটি নির্মাণ করে কার্যক্রম চালিয়ে আসছিলেন বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার। অবৈধ ভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক জাকির হোসাইন হাই কোর্টে রিট পিটিশন করলে মেসার্স হাওলাদার ব্রিকস অবৈধ ঘোষণা করে বন্ধের নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ পেয়ে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকীর ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

সর্বশেষ খবর