শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুঁটকির ব্যাগে বিপুল অস্ত্র গুলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে সাতটি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ সময় রুমি নামে এক নারীকে আটক করা হয়েছে। রহনপুর বিজিবি-৫৯ ব্যাটালিয়ন সদর দফতরে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরে বিজিবি টহল দল বুধবার রাতে সোনামসজিদ সীমান্তে কয়েকটি গাড়িতে তল্লাশি করে। সিএনজিচালিত অটোরিকশায় রুমি বেগম নামে এক যাত্রীর কাছে থাকা ব্যাগে শুঁটকির মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। একই সময় চকপাড়া বিওপি সীমান্তের একটি আমবাগানে অন্য টহল দল অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। বস্তায় ছয়টি বিদেশি পিস্তল, ১১টি ম্যাগাজিন, ২৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

 

সর্বশেষ খবর