শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৩৫ নারী

পটুয়াখালী প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৩৫ নারী

পটুয়াখালীর গলাচিপায় ৩৫ দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ। একই অনুষ্ঠানে ছয় শিক্ষার্থীকে দেওয়া হয় শিক্ষাবৃত্তি। গলাচিপা সরকারি কলেজ মিলনায়তনে গতকাল এ কার্যক্রম সম্পন্ন করে গলাচিপার বসুন্ধরা শুভসংঘ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ কাজে সবার পাশে এ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে গলাচিপা শুভসংঘের সদস্যরা অসহায় ৩৫ নারীকে বাছাই করে তাদের পাঁচ মাস দুজন প্রশিক্ষকের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ দেয়। সংসারে কাজের পাশাপাশি এসব নারী পোশাক তৈরি করে স্বাবলম্বী হবেন, দূর হবে অভাব এমন চিন্তা থেকে শুভসংঘ এ কার্যক্রম হাতে নেয়। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হন অসহায় নারীরা। বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার সভাপতি সবুজ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন। বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন হেলাল, অধ্যক্ষ ফোরকান কবির, ডা. ফারজানা রশিদ শাম্মী, সালেহ মাহমুদ, মো. মামুন, কাওসারুল আলম, আবু হানিফ, আবু বাকার শিবলী, মোস্তাফিজুর রহমান শাকিল খান, জাকারিয়া জামান প্রমুখ।

সর্বশেষ খবর