শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অপরিকল্পিত খাল খননে ভাঙছে রাস্তা

চলাচলে ভোগান্তি হুমকিতে ঘরবাড়ি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

অপরিকল্পিত খাল খননে ভাঙছে রাস্তা

ঢাকার ধামরাইয়ে অপরিকল্পিত খাল খননের ফলে এর দুই পাড়ের বসতবাড়ি ও রাস্তা ভেঙে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানে বসবাসরত পরিবারগুলো। ঠিকাদার ভেকু দিয়ে খাল খনন করে মাটি বিক্রয় করেছেন, এরপরই এ সমস্যার সৃষ্টি হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টদের। স্থানীয়রা জানায়, ধামরাইয়ের সুয়াপুর বাজার থেকে গোপীনাথপুর পর্যন্ত রাস্তার পাশ দিয়েই রয়েছে এই খাল। চলতি বছরের জানুয়ারি মাসে সুয়াপুর বাজারের দক্ষিণ পাশে সেতুর মুখে ও গোপীনাথপুর এলাকায় বাঁধ দিয়ে রাস্তা ও বসতবাড়ি ঘেঁষে ভেকু দিয়ে খাল খনন করে মাটি বিক্রি করেন ঠিকাদার। পরে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে খালে বিলীন হয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে রিকশা-ভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বেশকিছু বসত বাড়ি ভাঙনের শিকার হয় ও হুমকির মুখে পড়ে। সুয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সফিকুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫ বছর আগে সুয়াপুর বাজার থেকে গোপীনাথপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তা দিয়ে ধামরাইয়ের সুয়াপুর, শিয়ালকুল, গোপীনাথপুর, সিংগাইরের ফাড়িরচর, জয়নগর, ইরতা, বার্তা, তালতলা, ইসলামনগরসহ ১৫ থেকে ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ স্কুল-কলেজসহ হাটবাজারে চলাচল করে আসছেন। কয়েক মাস আগে অপরিকল্পিতভাবে খাল খননের ফলে বৃষ্টিতে রাস্তা ভেঙে যায়। এতে রিকশা-ভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে শত শত মানুষ দুর্ভোগে পড়েন। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ধামরাই উপজেলার সুয়াপুর থেকে ভাদালিয়া পর্যন্ত খাল খননের কাজ পান সাজ্জাদ হোসেন নামে এক ঠিকাদার। তার সাব ঠিকাদার হিসেবে খাল খনন করেন সুয়াপুর ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনের ছেলে আবদুল হালিম। গোপীনাথপুর গ্রামের কফিল উদ্দিন, ছফুর উদ্দিন, আবদুর রহমান, লোকমান হোসেন বলেন, অপরিকল্পিতভাবে খাল খননে রাস্তা ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হবে। এ বিষয়ে সাব ঠিকাদার আবদুল হালিম বলেন, উপজেলা প্রশাসন থেকে যেখান দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, সেখান দিয়েই খাল খনন করা হয়েছে। প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙে পড়েছিল। পরে কয়েক ট্রাক মাটি ফেলায় রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক হয়েছে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মনিরুল হক বলেন,  খোঁজখবর নিয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর