শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ভাঙ্গুড়া উপজেলা ডাকঘর ভবন সংস্কার

কাজ শেষ হয়নি দুই বছরেও

পাবনা প্রতিনিধি

কাজ শেষ হয়নি দুই বছরেও

পাবনার ভাঙ্গুড়া উপজেলা ডাকঘর -বাংলাদেশ প্রতিদিন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা ডাকঘর ভবন সংস্কার কাজ দুই বছরেও শেষ হয়নি। কাজে কালক্ষেপণ ও দীর্ঘদিন ভাড়া বাসায় ডাক বিভাগের কার্যক্রম পরিচালনা করায় সরকারের মোটা অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে।

জানা গেছে, ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ভাঙ্গুড়া উপজেলা ডাকঘর ভবনটির সংস্কার কাজ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করেন ঠিকাদার। ডাক অধিদফতর এই কাজের সময়সীমা ছয় মাস নির্ধারণ করে দেয়। এ সময়ে ডাক বিভাগের কার্যক্রম চালানোর জন্য ২০২১ সালের ডিসেম্বর থেকে মাসে ৫ হাজার টাকায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নেওয়া হয়। ডাকঘর সংস্কার এরিয়ায় টানানো সাইন বোর্ডে প্রকৃত ঠিকাদার আতাউর রহমান খান লি. উল্লেখ থাকলেও তিনি কাজ না করে চাটমোহরের এসএ এন্টারপ্রাইজের কাছে ওয়ার্ক অর্ডার বিক্রি করে দেন। এসএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাব-ঠিকাদার খ. আবু জাফর মু. হাবীবুল্লাহ এক বছর ১০ মাস ধরে সংস্কার কাজ করছেন। প্রায় দুই বছর হলেও ডাকঘরের নিজস্ব ভবন তিনি বুঝিয়ে দেননি। বিভাগটি অফিস ভাড়া বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। এখানকার লোকজনও ছোট্ট অফিসে পোস্টাল সেবা পেতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে প্রকল্প পরিচালক আনজির আহম্মদের কাছে ফোনে জানতে চাইলে তিনি জুম মিটিংয়ে ব্যস্ত আছেন, কথা বলা সম্ভব নয় বলে জানান। ভাঙ্গুড়া উপজেলা পোস্ট মাস্টার নাহিদা সুলতানা জানান, পোস্ট অফিস বিল্ডিং রেডি না হওয়া পর্যন্ত এই ভাড়া ঘরে আমাদের কাজ করতে হচ্ছে। সাব-ঠিকাদার খ. আবু জাফর মু. হাবীবুল্লাহ বলেন, সংস্কার কাজ শেষ। অফিসের কক্ষগুলোতে ফ্যান লাগানো ও প্রতিবন্ধীদের সিঁড়ি নির্মাণ হলেই ভবন বুঝে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর