শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কেউ বঙ্গবন্ধু, কেউ রক্তাক্ত ফিলিস্তিনি

কুমিল্লায় পিঠা উৎসবে শিশুরা

কুমিল্লা প্রতিনিধি

কেউ বঙ্গবন্ধু, কেউ রক্তাক্ত ফিলিস্তিনি

মাথায় ব্যান্ডেজ। শরীরে ছোপ ছোপ রক্ত। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ফিলিস্তিনি শিশুটির দেখা মেলে কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুলের মাঠে। তার পাশের বঙ্গবন্ধুর সাজে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শব্দে প্রকম্পিত করে আরেকজন। এভাবেই ২০ জনেরও বেশি শিশুর কেউ সেজেছে বাঙালি গৃহবধূ, কেউ যুদ্ধাহত বীর, মসজিদের ঈমাম, লাল পরী, সাদা পরী আবার কেউ সেজেছে বেদেনি। গতকাল কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুল মাঠে শিশুদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে শিশুরা তুলে ধরে এমন সব চরিত্র। আলোকিত বজ্রপুর নামের একটি সংগঠনের আয়োজনে পৌষের পিঠা উৎসব নামের অনুষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। এ অনুষ্ঠানে নানান ধরনের পিঠার দোকান নিয়ে বসেন বজ্রপুর এলাকার গৃহিণীরা। এসব পিঠার স্টলে বাঙালির ঐতিহ্যবাহী পুলি পিঠা, নারিকেল নাড়ু পিঠা, মেরা পিঠা, পাটিসাপটা পিঠাসহ অন্তত ২০ ধরনের পিঠার প্রদর্শনী করেন নারীরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, বীর মুক্তিযোদ্ধা অমল পাল, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, হাশিম আপ্পু, বদরুল হুদা জেনু, শাহজাহান চৌধুরী, সৈয়দ আহমাদ তারেক প্রমুখ।

সর্বশেষ খবর