রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পিঠা উৎসব

বিভিন্ন পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে গতকাল রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর চল্লিশসালের বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত এ শিক্ষার্থীদের বিদ্যালয়টিতে পিঠা খাওয়ানো হয়। উৎসবে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের পাটিসাপটা, তেলপিঠা, দুধচিতল ও ভাপা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানো হয়। উৎসবে বসুন্ধরা শুভসংঘ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আল আমিন জানায় অনেকদিন ধরে পিঠা খাই না। এখানে পিঠা খেয়ে খুব ভালো লাগছে।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ফিরোজ আলম, রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাদাকাত হোসেন, সহসভাপতি আরমানুল হক, মোস্তাফিজার রহমান সুমন, সাধারণ সম্পাদক তানজিম হাসান, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক ডা. ফারুকুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্ণশ্রী ঘোষ, নারী বিষয়ক সম্পাদক আছমা আক্তার ঋতু, দফতর সম্পাদক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা জেসমিন আক্তার, সমন্বয়ক আদর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর