রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কে পাঁচজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে পাঁচজনের প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বগুড়া : বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া সদরের পালশা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোকাদ্দেছ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মোকাদ্দেছ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে। এতে আহত হয়েছেন ইমরান হোসেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগুছি এলাকার ফজর আলীর ছেলে। এদিকে শুক্রবার রাতে শহরের তিনমাথা-কাহালু সড়কের শীতলাই এলাকায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় অলিউর রহমান আলিফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট : সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৮) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকার আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তার বাড়ি বাগেরহাট শহরের সরুই এলাকায়।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকের চাপায় মোস্তফা রুমি (৪০) একজন নিহত হয়েছেন। গতকাল সকালে পাটগ্রাম কলেজ মোড়ের পৌর বিজয় মেলার সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা রুমি উপজেলার কুচলীবাড়ী শমসেরপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে ইটভর্তি ট্রাক্টর উল্টে নিহত হয়েছেন মোসাইদ (২৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সখীপুর-বাটাজোর সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশি গ্রামের মৃত নূরনবী মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর