রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেতুর মাঝখানে গর্ত প্রায়ই ঘটছে দুর্ঘটনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সেতুর মাঝখানে গর্ত প্রায়ই ঘটছে দুর্ঘটনা

ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর-খরারচর সড়কের সুয়াপুর বাজারে সেতুর মাঝখানে গর্তের সৃষ্টি হয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে যানবাহনসহ পথচারীরা ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই গর্তে গাড়ির চাকা পড়ে ঘটছে দুর্ঘটনা। সরেজমিন দেখা গেছে, ধামরাইয়ের শ্রীরামপুর থেকে সুয়াপুর হয়ে সাভার পর্যন্ত রাস্তাটি ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাস সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এ সড়কের ধামরাই উপজেলা সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে প্রায় ৪০-৪৫ বছর আগে ওই সেতু নির্মিত হয়। এখান দিয়ে প্রতিদিন ধামরাই, সাভার ও সিংগাইর উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কয়েক বছর আগেই এ সেতুর মাঝখানে গর্তের সৃষ্টি হয়। স্থানীয় রিকশা ও অটোরিকশা চালকরা উদ্যোগ নিয়ে তা মেরামত করে যানচলাচল কোনো রকম সচল রাখে। ছয় মাস আগে আবারও সেতুর মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পথচারীরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সংশ্লিষ্ট দফতর থেকে সংস্কার বা নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন। সুয়াপুর এলাকার আলী হোসেনসহ কয়েক ব্যক্তি জানান, প্রায়ই ওই সেতুর মাঝখানের গর্তে যানবাহনের চাকা পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রশাসনের লোকজনও এ ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে চলাচল করে। সেতুটি খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। দুই পাশের রেলিংও ভেঙে জড়াজীর্ণ হয়ে পড়েছে। ইউপি সদস্য সোহানুর রহমান সানু জানান, অনেক বছরের পুরনো সেতু হওয়ায় মাঝে মধ্যেই গর্তের সৃষ্টি হয়। ধামরাই উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, খুব দ্রুতই সেতুটি মেরামত বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর