রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধ ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সকালের ঘন কুয়াশার কারণে ১ ঘণ্টা ২৫ মিনিট বন্ধ ছিল ফেরি চলাচল। গতকাল সকাল ৮টা ২০ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, সকাল ৮টা থেকে হঠাৎ নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ভারী হয়ে চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। সকাল ৮টা ২০ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ইউটিলিটি ফেরি মাধবিলতা পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কুয়াশায় একটু দূরের জিনিসও দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে মাস্টার ফেরি নোঙর করতে বাধ্য হন। শীত ও কুয়াশার মধ্যে ফেরিতে থাকা যানবাহনের যাত্রী, গাড়ি চালক ও সহকারীরা দুর্ভোগের শিকার হন। দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরি ঘাট এলাকায় ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দিতে ঘাটের হিরো পয়েন্টে অপেক্ষা করছিল। আটকে থাকা যানবাহনের যাত্রীরা গাড়িতেই বসে ছিলেন। কুমারখালী থেকে সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে ৯টার পরে ৭ নম্বর ঘাটে এসে রো রো ফেরি কেরামত আলীতে ওঠেন লালন শাহ পরিবহনের বাস। চালক মাসুদ রানা বলেন, ফেরিতে উঠেই জানতে পারি ফেরি বন্ধ আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি ও পাটুরিয়ায় ৯টি ফেরি নোঙর করে ছিল। ১ ঘণ্টা ২৫ মিনিট পর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া থেকে ফেরি ছেড়ে যায়।

সর্বশেষ খবর