রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাইবান্ধায় সিপিবির সমাবেশ-মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

নির্বাচন বন্ধ, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শহরের ১ নম্বর রেলগেটের জেলা কার্যালয়ে কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি নেতা মিহির ঘোষ, সুভাষ শাহ রায়, তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, আবদুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, অশোক আগরওয়ালা, মশিউর রহমান মইশাল, আমিনুল ইসলাম পিপুল, রানু সরকার, মঞ্জু মিয়া, গণেশ মুরমু, সবুজ মিয়া, জয়নাল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হচ্ছে তা আমি আর ডামির নির্বাচন, একতরফা প্রহসনের নির্বাচন।

এ নির্বাচন আমরা সিপিবি ও বাম জোট বর্জন করেছি। জনগণকে এ নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেল গেটে এসে শেষ হয়।

সর্বশেষ খবর