রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে নাশকতা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে শুক্রবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। হুদার বাড়ি রাঙ্গুনিয়ায়। র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩১ অক্টোবর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাউজান এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগে হুদার বিরুদ্ধে মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাউজান ও নগরীর কোতোয়ালি থানায় আরও দুটি মামলা আছে।

সর্বশেষ খবর