রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব

দিনাজপুর প্রতিনিধি

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’- এ প্রতিপাদ্যে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য শিল্প যজ্ঞ পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর শিল্পকলার ২২টি যন্ত্র সংগীত পরিবেশন করেন শিল্পীরা। ভার্চ্যুয়ালি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, সুনীল মজুমদার, মোকসেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলায় একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুর শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দশমাইল ও দিনাজপুর শিল্পকলা একাডেমির যন্ত্রীশিল্পীরা।

সর্বশেষ খবর