রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজবাটী দরবার হলে নবান্ন উৎসব-মিলনমেলা

দিনাজপুর প্রতিনিধি

রাজবাটী দরবার হলে নবান্ন উৎসব-মিলনমেলা

দিনাজপুরের ঐতিহাসিক রাজবাটী দরবার হলে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

রাজা জগদীশ চন্দ্র রায়ের স্মৃতিঘেরা এ দরবার হলে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আয়োজনে এবং রাজবাটী দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সহযোগিতায় জোটভুক্ত ২৬টি সংগঠনের সদস্যরা ছিলেন এ উৎসব ও মিলনমেলায়।

এতে গান-নাচ-কবিতা আবৃত্তির পাশাপাশি নাটক মঞ্চস্থ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, আলতাফুজ্জামান মিতা, দেবাশীষ ভট্টাচার্য, মিহির ঘোষ, ড. মাসুদুল হক, রবিউল আউয়াল খোকা, তাপস মজুমদার প্রমুখ এ উৎসবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর