রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৫ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় ৫ হাজার টাকায় তিন দিনের একটি শিশুপুত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ওই শিশুর পরিবারের দাবি, লালনপালনে সমস্যা থাকায় শিশুকে দত্তক দেওয়া হয়।

শিশুটির মা তুহিন আক্তার রাখালিয়াচালা গ্রামে একটি পলিথিন কারখানায় চাকরি করেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার সেলিম মিয়ার স্ত্রী। তুহিন উপজেলার সফিপুর পূর্বপাড়ায় একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, তুহিনের স্বামী তিন মাস আগে আরেকটি বিয়ে করে পালিয়ে যান। এ সময় গর্ভবতী তুহিন অসহায় হয়ে পড়েন। পরে বৃহস্পতিবার রাতে ওই নারী একটি ছেলে প্রসব করেন। শিশুটিকে লালনপালন করতে না পারায় রাখালিয়াচালা গ্রামের প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসিমা বেগম শিশুটিকে দত্তক নেন। এতে খুশি হয়ে তিনি তুহিনকে ৫ হাজার টাকা দেন। পরে একটি সাদা স্ট্যাম্পে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্বাক্ষর রেখে তুহিনকে বিদায় দেন।

মৌচাক ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম মজুমদার বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

সর্বশেষ খবর