সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

উৎসবের রং পাহাড়ে

রাঙামাটি প্রতিনিধি

উৎসবের রং পাহাড়ে

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে পাহাড়ে বইছে আনন্দের জোয়ার। পার্বত্যাঞ্চলের ১০ ভাষাভাষী ১১টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত বম, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যারা এ উৎসব পালন করেন। এ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে রাঙামাটির গির্জাগুলো। গ্রামগুলোকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। বিশেষ করে ক্রিসমাস ট্রি ও রঙিন কাগজে বানানো তারা চিহ্নিত কাগজে সেজেছে যিশু খ্রিস্টের গোশালা। গির্জাগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। তবলছড়ি বন্ধু যিশু টিলা গির্জায় বিশেষ প্রার্থনার পর সোমবার রাত ১২টা ১ মিনিটে কাটা হয় যিশুর জন্মদিনের কেক। এ সময় নাচে গানে মেতে ওঠে খ্রিস্টান ধর্মের নারী পুরুষ, তরুণ-তরুণী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটির ১০টি উপজেলার বিভিন্ন খ্রিস্টান পল্লীতে এ উৎসব পালন করা হয় নানা আয়োজনে। জাতীয় নির্বাচন ও বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র-নৃগোষ্ঠী যাতে আনন্দে বড়দিন পালন করতে পারে এ জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর