সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৭ জানুয়ারি গণতন্ত্র রক্ষার নির্বাচন

-------------------- শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না। কারণ এ দেশের মানুষ নির্বাচন চায়। তারা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন চায়। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি। যে কারণে তারা বারবার হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বলাকইড় আজাহারিয়া রাবেয়া ছারোয়ার উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় গতকাল তিনি এ কথা বলেন। ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফিরোজ ফকিরের সভাপতিত্বে  জেলা সভাপতি মাহাবুব আলী খান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।

সর্বশেষ খবর