সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘনকুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল। শনিবার রাত ১১টার দিকে এ নৌরুটে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত ৩টার দিকে ফেরি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। প্রচন্ড শীতে আটকা পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। কুয়াশার তীব্রতা কমলে সাড়ে ৭ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। একই কারণে আরিচা-কাজিরহাট রুটে ফেরি প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। শনিবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১১টা থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে বিপুল সংখ্যক যানবাহন।

 

সর্বশেষ খবর