মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কে ছয় প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয় প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। পাবনায় দুর্ঘটনার পর আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : হাটহাজারীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মীরের হাট এলাকার মুন্সির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ উপজেলার উত্তর মীরারখীল এলাকার আবুল কালামের ছেলে। খাগড়াছড়ি : পানছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত হন অটোরিকশার চালক। এতে প্রাইভেটকারে থাকা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা আহত হন। নিহত সুশান্ত চাকমা পানছড়ি কলেজ গেট এলাকার বাসিন্ধা। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কাওসার আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত কাওসার মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাট : পিকআপের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবুল চন্দ্র মৃধা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল চন্দ্র মৃধা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সামান্ত চন্দ্র মৃধার ছেলে। পাবনা : ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গেছে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ফেটে আগুনে পুড়ে গেছে বাস ও মোটরসাইকেল। তবে এ ঘটনায় একজন আহত হয়েছে। গতকাল ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন উপজেলার আরমবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ। লালমনিরহাট : কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাবা। গতকাল রাতে কাকিনা চাপারতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাকিনার মৈশামুড়ির মনির হোসেন বাবুর স্ত্রী রিনা বেগম ও ছেলে রায়হান হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর