মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফেনীতে আগুনে দ্বগ্ধ কলেজ শিক্ষার্থী

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় মাশকুরা আক্তার মোম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্থানীয়রা জানান। মোম ফেনীর লক্ষিয়ারা ফাজিল মাদরাসার অফিস সহকারী আবদুল মালেকের মেয়ে। গতকাল লক্ষিয়ারা স্কুল গেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে ফেনী হাসপাতাল ও পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মেয়েটি চিৎকার করে বলছিলেন, তার গায়ে কেউ আগুন লাগায়নি। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, দুপুর ১টার দিকে  মোমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা জানান, এর নেপথ্যে প্রেমঘটিত কোনো ব্যাপার থাকতে পারে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলে থাকা স্কুলের এক শিক্ষিকার ভাষ্যমতে, মোম সেখানে দীর্ঘক্ষণ বসা ছিলেন। হঠাৎ মেয়েটির গায়ে আগুন জ্বলতে দেখেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে ব্যবহার করা বেশকিছু দিয়াশলাই কাঠি উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সর্বশেষ খবর