মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেলস্টেশনের সিগন্যাল পাঁচ দিন ধরে অচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে সিগন্যাল যন্ত্র পাঁচ দিন ধরে অচল হয়ে আছে। জানা যায়, ২০ ডিসেম্বর ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সিগন্যাল যন্ত্রের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এরপর বন্ধ হয়ে যায় স্টেশনের দুই পাশে থাকা সব সিগন্যাল বাতি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিকল্প ব্যবস্থায় সরাসরি লাইনে ট্রেন থামানোর ব্যবস্থা করা হয়।

তবে স্টেশনের প্ল্যাটফরম লাইনে ট্রেন আসতে না পারায় যাত্রীদের ওঠানামায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান জানান, সিগন্যাল লাইন হঠাৎ অকেজো হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় আমাদের। তবে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে টেকনেশিয়ান টিম এসে ত্রুটি খুঁজে বের করে। তা মেরামত কাজ চলছে। দুই দিনের মধ্যেই সিগন্যাল ব্যবস্থা স্বাভাবিক হবে।

সর্বশেষ খবর