মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এসকান্দার খুনের হোতা বিল্লাল গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের আলোচিত এসকান্দার খাঁ হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল খানকে (৩০) গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওই হত্যাকান্ডে গতকাল কালকিনি থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার বিল্লাল ভাটাবালী গ্রামের মোকলেস খাঁর ছেলে। পুলিশ সুপার আরও বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এসকান্দার খাঁ হত্যার ঘটনা ঘটে। বিল্লাল হত্যাকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকিরসহ জেলা পুলিশের কর্মকর্তারা। নিহত এসকান্দার খাঁ স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। আর আসামিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবাহান মিয়া গোলাপের সমর্থক ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৭টার দিকে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন এসকান্দার খাঁ। এ সময় মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক ও  লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারির লোকজন হঠাৎ হামলা চালায়। এ সময় এসকান্দার খাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার পায়ের রগও কেটে ফেলা হয়। বাধা দিতে এলে আরেকজনকে কুপিয়ে আহত করা হয়। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসকান্দার খাঁ সেখানে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান।

সর্বশেষ খবর