বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডায়ালাইসিস বন্ধ, প্রতিবাদে পরিচালকের কার্যালয় ঘেরাও

হাসপাতালে ২২ দিন ধরে ডায়ালাইসিস ইউনিটে ফ্লুইড নেই

দিনাজপুর প্রতিনিধি

ডায়ালাইসিস বন্ধ, প্রতিবাদে পরিচালকের কার্যালয় ঘেরাও

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চার মাস ধরে ডায়ালাইসিস সেবা প্রায় বন্ধ রয়েছে। এর প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে প্রায় অর্ধশত ডায়ালাইসিস রোগী জীবন বাঁচাতে হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করেন। তারা এখানে ডায়ালাইসিস চালুর দাবি জানান। জানা গেছে, চার মাস ধরে ডায়ালাইসিস সেবা ঠিকমতো দেওয়া হচ্ছে না। এতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র রোগীরা। অর্থের অভাবে তারা উপকরণ কিনতে না পারায় জীবনরক্ষায় তাদের রাস্তায় নামতে হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে রোগী নয়ন চক্রবর্তী ও হামিদুর রহমান জানান, ডায়ালাইসিস করতে না পারায় জীবন সংকাটাপন্ন হয়ে পড়েছেন তারা। হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে এ-বি ফ্লুইডসহ উপকরণ না থাকায় চার মাস ধরে ডায়ালাইসিস প্রায় বন্ধ। দরপত্রের জটিলতার কারণে উপকরণ সরবরাহ না থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। ২২ দিন ধরে ডায়ালাইসিস ইউনিটে কোনো ফ্লুইড নেই।

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, অনুদানের তহবিল থেকে জরুরিভাবে গুরুতর কয়েকজন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রোগীদের সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন ১১০ জন রোগী রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর