বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : শহীদ উল্লা খন্দকার

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, দেশি-বিদেশি কুচক্রীরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্ধাবাড়ি জেবিপি উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিয়াকত হোসেন মিয়া সভায় সভাপতিত্ব করেন। মাহাবুব আলী খান, গাজী হাফিজুর রহমান লিকু, সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রমুখ জনসভায় বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর