বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেই চেয়ারম্যানের হোটেলসহ ৪৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

লালমনিরহাট প্রতিনিধি

হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ বিলাশবহুল বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় পাউবোর জায়গা দখল করে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন আলোচিত বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিস দেওয়া হলেও তা না সরানোয় আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসফাত উল কবির, নাজিয়া নওরিন ও ফরিদ আল সোহানসহ পুলিশ এবং পাউবোর কর্মকর্তারা।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, তিস্তা ব্যারাজ এলাকায় কোনো অবৈধ স্থাপনা থাকবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসফাত-উল-কবির বলেন, আদালতের নির্দেশে তিস্তা ব্যারাজ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সর্বশেষ খবর