বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে একটি পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। গতকাল দুপুরে মর্টার শেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল। 

বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার। ২২ ডিসেম্বর বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মর্টার শেলটি নিয়ে খেলছিল এক শিশু। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির একটি দল মর্টার শেলটি উদ্ধার করে। পরে গতকাল সকালে সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি বোম ডিসপোজাল দল পুলিশ ও বিজিবির সহযোগিতায় একটি ফাঁকা যায়গায় মর্টার শেলটি ধ্বংস করে। মর্টার শেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম বলে জানিয়েছে সেনাবাহিনী।

সর্বশেষ খবর