শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জমজমাট পিঠা উৎসব

শেরপুর প্রতিনিধি

জমজমাট পিঠা উৎসব

শেরপুরের শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। টক মিষ্টি ঝাল স্বাদের বিভিন্ন পিঠার নয়টি স্টল বসেছিল এখানে। উৎসব ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ভিড়ে মুখরিত হয়ে ছিল স্কুলপ্রাঙ্গণ। পিঠার মধ্যে ছিল পাটিসাপটা, সংসারি, পোয়া, দুধচিতই ও চিতই, হৃদয় হরণ, মনকারা, কুমারী পিঠা, বৌ-পিঠা, সাগুর লস্করা, নয়নতারা, ডালের বরফি, হেয়ালি পিঠা, নারকেল পুলি, মাছ পিঠা, মালপোয়া, আলাপ পিঠা, ঝালপোয়া, সুজির পিঠা, মাংসের সমুচা, ডিম পিঠা, মুগ পাকান, পুডিং, পায়েস, পানতোয়া। শেরপুর জেলা শহরের সজবরখিলার শাহিন ক্যাডেট স্কুলমাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে পিঠা উৎসব আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম। অনেক পিঠাপ্রেমী মেলায় ঘুরে ঘুরে বাহারি সব পিঠা দেখেন এবং বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় মেতে ওঠেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর