শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অসহযোগের ডাক দিয়ে বিএনপি পরীক্ষার মুখে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে নিজেরাই পরীক্ষার মুখে পড়েছে। তারা আহ্বান করেছে বিদ্যুৎ, গ্যাস, খাজনা ও পানির বিল পরিশোধ না করতে। দেখা যাবে তাদের ডাকে কতজন সাড়া দিয়ে বিল ও খাজনা পরিশোধ থেকে বিরত থাকে। তাদের আহ্বানে ১ শতাংশ মানুষও সারা দেবে না। যার ফল দেখব, অফিসে জনগণ যখন বিল পরিশোধ করবে। অবরোধ ও হরতালের পক্ষে জনসমর্থনের ব্যর্থতা ছলচাতুরি করে ঢাকার চেষ্টা করলেও অসহযোগের ব্যর্থতা লুকাতে পারবে না। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বাঞ্ছারামপুরের মানিকপুর ইউনিয়নে গতকাল উঠান বৈঠকে এ কথা বলেন।

নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে¡ এ সময় উপস্থিত ছিলেন- সিরাজুল ইসলাম, মহিউদ্দিন মহি, আবুল খায়ের দুলাল, নুরুল ইসলাম, সায়েদুল ইসলাম বকুল ভূঁইয়া, কবির হোসেন, আমিনুল ইসলাম তুষার প্রমুখ।

সর্বশেষ খবর