শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধুকন্যা যেটা বলেন সেটা করেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ করা হবে। তিনি আরও বলেন, এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ নির্ভয়ে নিরাপদে ধর্ম পালন করছে। বিএনপি-জামায়াতের সময় যে ভয়ভীতি ছিল তা কেটে গেছে। শেখ হাসিনার কঠোর নির্দেশনা-কোনো অবস্থাতেই কোনো ধর্মের মানুষের উৎসব বাধাগ্রস্ত করা যাবে না।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবালুর রহিম গতকাল সচেতন সনাতনী সমাজ সদর উপজেলার আয়োজনে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী সভায় সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর