শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিষিদ্ধ সময় কাঁকড়া আহরণ, আটক ১৬

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার সময় ১৬ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। সুন্দরবনের বড় খাজুরা এলাকা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি ইঞ্জিনচালিত ট্রলার, তিনটি ডিঙি নৌকা, ১৬০টি কাঁকড়া ধরার চারো (বাঁশের তৈরি খাঁচা), ১৭টি পানির কন্টেইনার, ৩৪টি কাঁকড়া রাখার ঝুড়ি, পাঁচটি দাসহ বিভিন্ন মালামাল। আটকদের গতকাল শরণখোলা রেঞ্জ অফিসে এনে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

আটক জেলেরা নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার জন্য গোপনে সুন্দরবনে প্রবেশ করেন। বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। কাঁকড়ার প্রজনন মৌসুম ঘিরে বিশেষ অভিযান ও নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর