শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সকালে আর নাস্তার টাকা দিয়ে যাবে না বাবা

সড়ক দুর্ঘটনায় নিহত জয়নালের স্কুলপড়ুয়া মেয়ের বিলাপ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

‘সকালে উঠে আর কোনো দিন নাস্তার টাকা দিয়ে যাবে না বাবা। যাওয়ার সময় বাবা ছোট ভাইকে ঘুমের মধ্যে আর আদর করবে না।’ এমন বিলাপ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত লেগুনাযাত্রী জয়নাল আবেদীনের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে তাসমিন আক্তার। স্বজনরা সান্ত্বনা দিলেও বিলাপ থামাতে পারছিলেন না। গতকাল চকরিয়ার হারবাং ইউনিয়নের পূর্ব বৃন্দাবনখীল এলাকায় জয়নালের বাড়িতে গেলে এ দৃশ্য দেখা যায়। জয়নাল আবেদীনের শ^শুর মোহাম্মদ হোছেন বলেন, তার মেয়ে জামাইয়ের নিজের কোনো বসতভিটা নেই। আমার ঘরের সঙ্গে পলিথিন দিয়ে একটি বারান্দা তৈরি করে সেখানে বসবাস করতেন। এক সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কিছুটা শারীরিক সক্ষমতা হারান জয়নাল। এরপরও জীবনের তাগিদে ঢালাই শ্রমিকের কাজ করতেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। সবাই স্কুলে লেখাপড়া করে। পরিবারে আয়ের আর কোনো উৎস নেই। জয়নাল আবেদীনের স্ত্রী আয়েশা বলেন, স্বামী ঢালাই শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাত। বৃহস্পতিবার রাত থেকে ঘরে চাল নেই, বাজার নেই। চার সন্তান নিয়ে কী করব কূলকিনারা পাচ্ছি না। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, তাদের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সাধ্যমতো সহায়তা দেওয়া হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান চার শ্রমিক। আহত হন ছয়জন।

সর্বশেষ খবর