শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ নিয়ে কার্গো ডুবি

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো ডুবে গেছে। নদীর ডুবোচরে আটকে পড়ে তলা ফেঁটে গতকাল সন্ধ্যায় ডুবে যায় কার্গো জাহাজটি। এ সময় ১২ জন স্টাফ ও কর্মচারী সাঁতরে তীরে আসতে সক্ষম হন। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এম ভি গারোহেরা কার্গো জাহাজটি নরসিংদীর ঘোড়াশালের উদ্দেশে যাচ্ছিল। দুপুর ২টার দিকে শিবসা নদীর নলিয়ান এলাকায় পৌঁছালে এটি ডুবোচরে আটকে কাত হয়ে যায়। তলা ফেঁটে সন্ধ্যায় ডুবে যায়। কার্গো ডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর