রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাঁধ দিয়ে ইটভাটার রাস্তা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বাঁধ দিয়ে ইটভাটার রাস্তা

গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার বংশাই নদী দিয়ে স্থানীয়রা উৎপাদন করা পণ্যসামগ্রী ঢাকায় নিয়ে বিক্রি করতেন। কৃষকরা নদীর পানি দিয়ে জমি আবাদ করতেন। কয়েক বছর আগে এলাকার প্রভাবশালী এসএমবি ইটভাটার মালিক খোরশেদ আলম বংশাই নদীর শেওড়াতলী এলাকায় বাঁধ দিয়ে ইটভাটায় যাতায়াতের রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তা দিয়ে ইটভাটার ইটসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়া করা হয়। এতে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ওই সড়কের মাঝখানে নামমাত্র একটি সরু রিং দেওয়া হলেও তা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। এ ব্যাপারে এসএমবি ইট ভাটার মালিক খোরশেদ আলম বলেন, ইটভাটায় যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তার নিচে সিমেন্টের একটি রিং (চুঙ্গি) বসিয়ে দেওয়া হয়েছে। যাতে পানি নিষ্কাশন হতে পারে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, নদীর পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাঁধটি অপসারণ করা হবে।

সর্বশেষ খবর