রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন স্থানে মঞ্চস্থ পথনাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’

দিনাজপুর প্রতিনিধি

তিন স্থানে মঞ্চস্থ পথনাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’

দিনাজপুরের তিন স্থানে গতকাল মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’। স্থানগুলো হলো- জেলা শিল্পকলা একাডেমি চত্বর, বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিরল কাঞ্চনঘাট মোড়। নাটকে বর্তমান সরকারের উন্নয়ন এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি মৌলবাদী বা সাম্প্রদায়িকতা নির্মূলের প্রেক্ষাপট প্রকাশ করা হয়েছে অভিনয়ের মাধ্যমে। তিন স্থানেই সব বয়সের মানুষ নাটকটি উপভোগ করেন। অভিনয়ে ছিলেন- লেলিন নাগ, কাশী কুমার দাস ঝন্টু, মাসুমা খাতুন, শাহ্ আলম শাহী, সুনীল চক্রবর্তী, রহমতুল্লাহ রহমত, রনি বাউল, মো. রেজু, আবুল কালাম, মিজানুর রহমান ডফুরা ও মেঘলা। ‘মরু থেকে সোনাদ্বীপ’ রচনা করেন আমিরুল ইসলাম। পরিচালনায় ছিলেন কাশী কুমার দাস ঝন্টু। শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। বিশেষ অতিথি ছিলেন রায়হান কবির সোহাগ, মনিরুজ্জামান জুয়েল, জলিল আহম্মেদ, তারেকুজ্জামান তারেক, রহমতুল্লাহ রহমত ও শাহ্ আলম শাহী।

সর্বশেষ খবর