রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, নতুন ১২০৯ নম্বর ফেইজে গতকাল থেকে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। এ অবস্থায় মার্চের মাঝামাঝি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু করা যাবে।

খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় আরও ৫০ হাজার মেট্রিক টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে। ওই ফেইজে কয়লার মজুদ শেষ হয়ে গেছে। ফলে গত শুক্রবার বিকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। 

এমডি সাইফুল ইসলাম সরকার জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য কোল্ড ইয়ার্ডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে, যা দিয়ে তিন মাস তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা যাবে। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

সর্বশেষ খবর