রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবশেষে দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে গুলি করে হত্যার ১৪ দিন পর সাজিদুল ও মাইনুদ্দিনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বিকালে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে দর্শনা থানা পুলিশের কাছে নিহতদের লাশ হস্তান্তর করে।

নিহত সাজিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে ও খাজা মাইনুদ্দিন শরীয়তউল্লাহর ছেলে।

লাশ হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী ও বিএসএফের কাদিপুর ক্যাম্পের সহকারী কোম্পানি কমান্ডার দুর্গেশ নারায়ণসহ দুই দেশের কর্মকর্তারা।

জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে সাজিদুল ও মাইনুদ্দিন বাড়াদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যায়। সেখানে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকায় বিএসএফের গুলিতে তারা নিহত হন।

সর্বশেষ খবর