সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হবিগঞ্জে এক বছরে ৩১ খুন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলায় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে ২০২৩ সালে ৩১টি খুনের ঘটনা ঘটেছে। জেলার নয়টি উপজেলার মধ্যে এ সময়ে সবচেয়ে বেশি হত্যাকান্ড সংগঠিত হয় হাওর বেষ্টিত বানিয়াচংয়ে। এসব খুনে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বানিয়াচং উপজেলায় ১১টি, চুনারুঘাটে ৪, লাখাই, হবিগঞ্জ সদর, বাহুবল ও মাধবপুরে তিনটি করে, আজমিরীগঞ্জে দুটি এবং নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি করে হত্যাকান্ড ঘটেছে। এসব ঘটনায় আরও অন্তত ৮৬১ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিট পুলিশিং সভাসহ বিভিন্নভাবে দাঙ্গাবিরোধী প্রচারণা চালালেও হবিগঞ্জ জেলায় সংঘাত ঠেকানো যাচ্ছে না। এ বিষয়ে সুপরিকল্পিত উদ্যোগ জরুরি। শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও জেলা প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম বলেন, হত্যাকান্ডসহ যে কোনো অপরাধ যাতে বৃদ্ধি না পায়, এ জন্য আমরা সতর্ক রয়েছি। বেশির ভাগ মামলার আসামি আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর