মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এতিম শিক্ষার্থী পথশিশুরা পেল বসুন্ধরার কম্বল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এতিম শিক্ষার্থী পথশিশুরা পেল বসুন্ধরার কম্বল

বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইয়াশা সোবহানের তহবিল থেকে বাঞ্ছারামপুরে অসহায়, ভিক্ষুক, এতিমখানার শিক্ষার্থী ও পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় দুর্গারামপুরে শুরু হয় ২৬ ডিসেম্বর। এদিন কম্বল বিতরণের আগে বসুন্ধরা গ্রুপের পরিবারবর্গ ও দেশবাসীর জন্য আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার প্রমুখ। প্রথমে আছাদনগরের দুটি ও দুর্গারামপুরের দুটি মাদরাসার এতিম ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। পর্যায়ক্রমে ৬০টি মাদরাসার এতিম ছাত্রছাত্রীর মধ্যে ২ হাজার ৫০০ কম্বল দেওয়া হয়। পাশাপাশি বাঞ্ছারামপুর পৌরসভার বিভিন্ন স্থানে ভিক্ষুক, অন্ধ ও পথচারীদের দেওয়া হয় এ শীতবস্ত্র। প্রতিবন্ধী ইসমাইল (৬৫) বলেন, ‘হাঁটতা পারি না, রাস্তার দারে বইয়া বইয়া ভিক্ষা করি। কম্বলডা এত শীতে অনেক কামে লাগব। যারা দিছে তাগু লা¹া আল্লাহর কাছে দোয়া করি।’ আছাদনগর মাদরাসার এতিমখানার ছাত্র জুনাইদ (৭) বলে, ‘ভোর ৪টায় ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করি। অনেক শীত, এই কম্বলটা কাজে লাগবে। বসুন্ধরার মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করমু।’

সর্বশেষ খবর