বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নে অনুষ্ঠিত ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ইউনিয়নের হাসনাজি গ্রামের উত্তরের মাঠে সোমবার প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী। বাহারি রঙ ও নামের ঘোড়া নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ প্রতিযোগী অংশ নেন। দর্শনার্থীরা জানান, গ্রামগঞ্জে ঘোড়া তেমন চোখেই পড়ে না। এখন মানুষ নানা ধরনের বাহন ব্যবহার করে। এক সময় গ্রামীণ জীবনে পছন্দের বাহন ছিল ঘোড়া। কম বেশি সবাই ঘোড়া ব্যবহার করতেন। গ্রামে গ্রামে হতো ঘোড়দৌড়। একে কেন্দ্র করে বিরাজ করত উৎসবের আমেজ। দীর্ঘদিন পর প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে পেরে আমরা আনন্দিত। আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, এক যুগ পর গ্রামবাসী মিলে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এতে পুরনো দিনের আনন্দ-আমেজ ফিরে পেয়েছি। আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহায়তা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর