বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্টেশনের আগেই ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা

নেত্রকোনা প্রতিনিধি

স্টেশনের আগেই ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা

ময়মনসিংহ থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রুটে রেললাইনের কয়েকটি ক্লিপ খোলা দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্টেশনে পৌঁছার আগেই একটি ট্রেন থামান আনসার সদস্যরা। এতে অল্পের জন্য রক্ষা পায় দুর্ঘটনা থেকে। লাইনের ক্লিপ লাগিয়ে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বধলা জারিয়া রুটে স্টেশনের কয়েক কিলোমিটার আগে বালুঘাটা ব্রিজে লাইনের ক্লিপ নেই দেখেন স্থানীয়রা। বিষয়টি জেনে ওই স্থানের আগেই আনসার সদস্যরা ট্রেন থামান। স্টেশন মাস্টারসহ উপজেলা প্রশাসন গিয়ে ১৪টি ক্লিপ লাগানের পর চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কীভাবে ক্লিপ খুলল তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা- দীর্ঘদিন মেরামত না হওয়ায় ক্লিপগুলো খুলে যেতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার এবং পূর্বধলা উপজেলা নির্বাহী কর্র্মকার্তা (ইউএনও)। তারা বলেন, কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সাবধান থাকায় আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পুরনো লাইনে কোনো মেরামত হয় না। হাত দিয়ে ধরলেই খুলে আসে ক্লিপ। এগুলো হয়তো এক এক করে পড়ে গেছে। তখন নজরে আসেনি। পূর্বধলা স্টেশন মাস্টার আবদুল মোমেন জানান, ক্লিপ লাগিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর