বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রী কথা রাখেন : শহীদ উল্লা

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা দেন, সে কথা রাখেন। গত নির্বাচনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি যে ইশতেহার ঘোষণা করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূরণ করেছেন। তিঁনি ১৫ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সোমবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকের জনসভায় তিনি এসব কথা বলেন। কুরপালা কাজী বাড়ির মাঠে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদার এতে সভাপতিত্ব করেন।

কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন বানচাল করতে বিদেশি অনেক বড় বড় শক্তি জড়িত আছে। তারা নানা ষড়যন্ত্র করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর