বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঘোড়াঘাটে সংস্কারের অভাবে বিএস কোয়ার্টার ভবনগুলোর বেহাল দশা

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে সংস্কারের অভাবে বিএস কোয়ার্টার ভবনগুলোর বেহাল দশা

ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত বিএস কোয়ার্টার -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নির্মাণ করা অফিস কাম আবাসিক ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করায় ও দেখভাল না থাকায় এর মধ্যে আবর্জনা, জঞ্জাল তৈরি হয়েছে। কোনো কোনো ভবন মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। উপজেলা কৃষিবিভাগ জানায়, ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে কর্মরত কৃষিবিভাগের মাঠ পর্যায়ে ব্লক সুপার ভাইজারদের (বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা) বসবাসের জন্য বুলাকিপুরে দুটি, পালশায় একটি, সিংড়ায় একটি ও ওসমানপুরে একটি ভবন নির্মাণ করা হয়। এসব ভবনে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অফিস কাম আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহার করে স্থানীয় কৃষকদের সেবা ও পরামর্শ দিতেন। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তারা এসব ভবন ছেড়ে অন্যত্র বসবাস করেন। এখন এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অনেক কিছু চুরিও হয়ে গেছে। স্থানীয়দের দাবি, কোনো কোনো ভবনে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ চলে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান জানান, পরিত্যাক্ত এ কোয়ার্টারগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতি মাসে রিপোর্ট দেওয়া হয়। এ অবস্থা অন্যান্য স্থানের আবাসিক কোয়ার্টারগুলোরও। সরকার প্রকল্পের মাধ্যমে এসব ভবন পর্যায়ক্রমে সংস্কার করছে।

সর্বশেষ খবর