শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রচারণায় নিজেই মাইকিং প্রার্থীর

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-৩ আসনে জাসদ মনোনীত প্রার্থী আজমুল হক পাটোয়ারী নিজের প্রচারণায় নিজেই রিকশায় বসে মাইকিং করে বেড়াচ্ছেন অলিগলিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) হয়ে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রার্থী হয়েও নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে প্রচার করছেন। আজমুল হক বলেন, আমার যা বলার আছে, দরকার মনে করেছি, তা রেকর্ড করে প্রতিদিন প্রচার করছি।

মানুষ আমার বক্তব্য শুনছেন। অনেকে প্রচারের অটোরিকশার কাছে এসে আমাকে দেখতে পেয়ে অবাক হয়ে যান। আমার সঙ্গে কথা বলেন। এতে আমি সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে সাহস পাই। লালমনিরহাট-৩ আসনে প্রার্থী সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- অ্যাডভোকেট মতিয়ার রহমান (নৌকা), জাহিদ হাসান (লাঙল), আশরাফুল আলম (চাকা), আবু তৈয়র মো. আজমুল হক (মশাল), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালি আঁশ), শ্রী হরিশ চন্দ্র রায় (আম) এবং জাবেদ হোসেন (ঈগল)। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে নারী ১ লাখ ৪২ হাজার ৩৬০ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ২১১ জন।

সর্বশেষ খবর