শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভিআইপি আসনে নিরুত্তাপ নির্বাচন

শেরপুর প্রতিনিধি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) বরাবরই এ অঞ্চলের ভিআইপি আসন। এখানে ২০০১ সাল বাদে পঞ্চমবারের মতো আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন বরিশালের মেয়ে শেরপুরের বধূ মতিয়া চোধুরী। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নকলা-নালিতাবাড়ীতে শুরু থেকে নিরুত্তাপ। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তিনজন প্রার্থীর মাইকিং পোস্টার দেখা গেলেও এখন মতিয়া ছাড়া কেউ মাঠে নেই। মতিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাসদ সমর্থিত লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও স্বতন্ত্র সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (ঈগল)। লাল মোহাম্মদের নাম শুরুতে কিছু শোনা গেলেও ১০ দিন ধরে আলোচনায় নেই। প্রচারে মতিয়া ফুরফুরে মেজাজে আছেন। দুই উপজেলায় বড় কয়েকটি জনসভা করেছেন তিনি। এ নির্বাচনে জয়ের ব্যাপারে মতিয়া একেবারে নির্ভার। তিনি কত ভোটের ব্যবধানে ষষ্ঠবারের মতো এমপি হবেন সেটা দেখার অপেক্ষায় তার নির্বাচনি এলাকার মানুষ। এখানে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১ হাজার ৬২০ ও মহিলা ২ লাখ ৯ হাজার ৯১৮ জন।

সর্বশেষ খবর