শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

‘স্যার নয়, ভাই হতে চাই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ইশতেহার ঘোষণা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ফিরোজুর রহমানের পক্ষে অ্যাডভোকেট শাহ পরান ইশতেহার পাঠ করে শোনান। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া, ওয়ার্ড কাউন্সিলর উমর ফারুক জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। ইশতেহারে বলেন, ‘গণমানুষের ভালোবাসায়ই জয়ের মূল উৎস। স্যার নয় ভাই হতে চাই, কথায় নয় কাজে বিশ্বাসী।

অঙ্গীকার করেন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার।’ জীব-বৈচিত্র্য রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুনর্খনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে নানা পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথাও বলা হয়েছে ইশতেহারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর