শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ধামরাই ও কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ

ধামরাই ও কালিয়াকৈর প্রতিনিধি

ধামরাই ও কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ

সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ে গতকাল মহাসড়ক অবরোধ করেন রাইজিং গ্রুপের প্রতিষ্ঠান মাহমুদা অ্যাটায়ার্স পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পুলিশ তিন ঘণ্টা পর শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সন্ধ্যায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এ বি এম রাশেদুল বারী, ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, কারখানার সিইও শেখ মোহাম্মদ ইসলাম শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠক করেন। শ্রমিকরা জানান, কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছেন। কিছুদিন আগে সরকার নতুন বেতন গ্রেড ঘোষণা করে। সে অনুযায়ী ধামরাইয়ের সব কারখানা কর্তৃপক্ষ বেতন বাড়ালেও আমাদের সরকার ঘোষিত বেতন গ্রেড দেওয়া হয়নি। গতকাল সকালে কাজে যোগদানের পর সরকারি গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানালে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বেতন দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভিতর বিক্ষোভ করেছেন শ্রমিকরা। উপজেলার রতনপুর এলাকার করণী নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করেন। জানা যায়, করণী নিট কম্পোজিট কর্তৃপক্ষ শ্রমিকদের গত মাসের বেতন না দিয়ে বৃহস্পতিবার কারখানা তিন দিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সর্বশেষ খবর