শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শারীরিক প্রতিবন্ধীদের ভোটদানে বিশেষ ব্যবস্থা দাবি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ২০ হাজার শারীরিক প্রতিবন্ধীর ভোটদানে বিশেষ ব্যবস্থার দাবি জানিয়েছে সচেতন সমাজ। তাদের দাবি কেন্দ্রগুলোর দ্বিতীয় তলায় যাওয়ার মতো ব্যবস্থা নেই হুইল চেয়ার ব্যবহারকারীদের। তাদের জন্য নিচ তলায় একটি কক্ষের ব্যবস্থা চান তারা। তারা বলছেন, পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বলা হয়েছে, দেশে ২ দশমিক ৮০ শতাংশ মানুষ শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। জেলায় বর্তমানে ভোটার ৪৬ লাখ ৬ হজার ২০৯ জন। এর মধ্যে মানসিক প্রতিবন্ধী ও অপ্রাপ্ত বয়স্ক বাদ দিলে কুমিল্লা জেলায় শারীরিক তথা দৃষ্টি, বাক, বধির, হুইল চেয়ার ব্যহারকারীর প্রতিবন্ধীর সংখ্যা ২০ হাজারের বেশি হবে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার  মুনীর হোসাইন খান বলেন, শারীরিক প্রতিবন্ধীরা পরিবারের একজনের সহায়তায় ভোট দিতে পারেন। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী, গর্ভবতীদের যেন আগে ভোটের সুযোগ দেওয়া হয়।

সর্বশেষ খবর