শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা, ছাত্রদল নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সজীব শেখকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে, বলছে পুলিশ। সজীব শেখ শহরের পুলিশ লাইন এলাকার মোসলেম শেখের ছেলে। গতকাল জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজীবকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার মোবাইল ফোন বিশ্লেষণ ও বর্ণনা মতে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নাশকতার পরিকল্পনা পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে  তার মোবাইল ফোন একটি গ্রুপ কল থেকে বিভিন্ন পরিকল্পনার কথা জানা যায়। এর মধ্যে রয়েছে বিএনপির সব নেতা-কর্মীকে ঢাকা থেকে মাগুরায় চলে আসা, হরতাল জোরদার করা, নির্বাচনের দিন ভোটারা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে লক্ষ্যে মানুষের মাঝে ভীতি সৃষ্টির জন্য সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা, পটকা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাত বোমা সংগ্রহ।

সর্বশেষ খবর