শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুতের তার চুরির হিড়িক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বাসাবাড়ি, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের সচল সংযোগের তার চুরির হিড়িক পড়েছে। আতঙ্কে রয়েছে শহরবাসী। সচেতন নাগরিকরা বলছেন সংযোগ থেকে তার কেটে নেওয়া সাধারণ চোরের কাজ নয়। তাদের সন্দেহের তীর বিদ্যুৎ বিভাগ জড়িত ও লাইনম্যানদের দিকে।

জানা যায়, নেত্রকোনা শহরের সাতপাই, নাগড়া, মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে এক মাস ধরে চুরি হচ্ছে তার। চুরি হওয়ার পর আবার সংযোগ দিতে তার কিনতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তাছাড়া লাইনম্যান ডেকে কাজ করানো বাবদ দিতে হচ্ছে টাকা। ইলেকট্রনিক্স দোকানিরা জানান, প্রায় দিনই মানুষ বিভিন্ন মাপের তার কিনে লাগাচ্ছে। ছোটবাজার উত্তরা ইলেকট্রনিক্সের ব্যবসায়ী রিপন সাহা জানান, কেউ কেউ চুরির ভয়ে কম দামি তার কিনছেন। বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৗশলী বরুণ ব্যানার্জি বলেন, কয়েক স্থানে বিদ্যুতের তার চুরির অভিযোগ পেয়েছেন তারা। তিনি বলেন, তাদের হট লাইনে জানালে  সঙ্গে সঙ্গে খোঁজ নিতে পারবেন। কিন্তু কেউ জানায় না। সিসি ক্যামেরা লাগানোর পরামর্শও দেন তিনি।

সর্বশেষ খবর