শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রার্থীরা ভোটের দিনের করণীয় ঠিক করছেন

বগুড়ার সাতটি আসন

আবদুর রহমান টুলু, বগুড়া

প্রার্থীরা ভোটের দিনের করণীয় ঠিক করছেন

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে এখন ভোটের আমেজ বইছে। জেলার ভোট মাঠে এবার বিভিন্ন দলের ৫৩ প্রার্থী রয়েছেন। প্রার্থীরা প্রচার শেষ করে এখন ভোটের দিনের কর্ম পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তারা ভোট গ্রহণের সব প্রস্তুতি প্রায় শেষ করেছেন। রাত পার হলে ৭ জানুয়ারি ভোট গ্রহণ শুরু হবে। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে প্রার্থী রয়েছেন ৫৩ জন। জেলায় ভোটার রয়েছেন ২৮ লাখ ২৮ হাজার ৩৩৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯৬৯টি।  ভোটের মাঠের প্রচার শেষে এখন প্রার্থীরা কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করছেন কীভাবে ভোট কেন্দ্রে কর্মীরা কাজ করবেন। এ ছাড়া ভোট কেন্দ্রে এজেন্ট নিয়োগ, কেন্দ্র পরামর্শকও থাকছে। প্রতিটি কেন্দ্রের সামনে ভোটারদের সহযোগিতার জন্য ক্যাম্প নির্মাণ করা হচ্ছে। বয়স্ক ও হাঁটতে পারেন না এমন ভোটারদের জন্য পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে। ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীর পোস্টার শোভা পাচ্ছে।  বগুড়া-১ আসনে প্রার্থী সংখ্যা ১০। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল পাখি নিয়ে লড়ছেন কে এস এম মোস্তাফিজুর রহমান, মোছা. শাহজাদী আলম লিপি তবলা, মো. ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক, মো. শোকরানা কেটলি। তৃণমূল বিএনপি থেকে এন এম আবু জিহাদ সোনালি আঁশ নিয়ে নির্বাচন করছেন। তরিকত ফেডারেশন থেকে মো. আনোয়ার হোসেন ফুলের মালা, জাতীয় পার্টি থেকে লাঙল নিয়ে মো. গোলাম মোস্তফা বাবু, খেলাফত আন্দোলন থেকে মো. নজরুল ইসলাম বটগাছ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মশাল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হাসান আকবর আফজাল। বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। এর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী হয়ে বেঞ্চ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলফারাবী মো. নুরুল ইসলাম, মোছা. বিউটি বেগম ট্রাক, মো. আকরাম হোসেন কাঁচি নিয়ে নির্বাচন করছেন। এ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ থেকে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করছেন বরকত উল্লাহ, বাংলাদেশ কংগ্রেস থেকে মো. মুনছুর রহমান শেখ ডাব, তৃণমূল বিএনপি থেকে সোনালি আঁশ নিয়ে নির্বাচন করছেন মো. বজলুর রহমান।  বগুড়া-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঁচি প্রতীক নিয়ে অজয় কুমার সরকার, খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী ট্রাক, মো. আফজাল হোসেন ফুলকপি ও মো. নজরুল ইসলাম কেটলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল বিএনপি থেকে সোনালি আঁশ নিয়ে নির্বাচন করছেন মো. আবদুল মোত্তালেব। জাতীয় পার্টি থেকে লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার, সুপ্রিম পার্টি থেকে একতারা নিয়ে নির্বাচন করছেন মোছা. আফরিনা পারভীন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে মশাল নিয়ে মো. আবদুল মালেক সরকার, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব নিয়ে তাজ উদ্দিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে নোঙর নিয়ে রফিকুল ইসলাম সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে কাজ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

সর্বশেষ খবর